আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ অক্টোবর: আগামী ১৩ নভেম্বর রাজ্যে ৬ কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপ নির্বাচন। এর মধ্যে অন্যতম নৈহাটি বিধানসভা। এই উপ নির্বাচনে বিরধীরা ভালো ফল না করলে বুঝতে হবে সাধারণ মানুষের গণ আন্দোলন আসলে লোক দেখানো তারা এই রাজ্য সরকারের পতন আদৌও চান না। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে এসে উপ নির্বাচনে ফল কেমন হবে সেই প্রসঙ্গে এমনই মত প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি বলেন, রাজ্যে ৬ জায়গায় উপ নির্বাচন ঘোষণা হয়েছে, তার মধ্যে অন্যতম নৈহাটি বিধানসভা কেন্দ্রটি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রূপক মিত্র। মঙ্গলবার বিকেলে বিজেপি প্রার্থীর হয়ে বিজেপি কর্মীরা কেমন করে নির্বাচনে লড়াই চালিয়ে যাবেন সেই নিয়ে ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে অনুষ্ঠিত বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে আলোচনা হয়। হালিশহরে অনুষ্ঠিত এই বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র সহ অন্যান্য স্থানীয় বিজেপির নেতা কর্মীরা।
এই অনুষ্ঠানে অংশ নিয়ে দিলীপ ঘোষ এদিন ডাক্তারদের আন্দোলন ও তিলোত্তমার বিচার প্রসঙ্গে স্পষ্ট দাবি করে বলেন যে, “আভয়া বিচার পাবে আশা করি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তাবে ভাবে ন্যায়ের দাবিতে যে আন্দোলন করেছে সেটা যদি সফল না হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন এই আন্দোলনের পেছনে যারা ইন্ধন যুগিয়েছেন তারা।”