আমাদের ভারত, কলকাতা, ১৯ সেপ্টেম্বর: কংগ্রেস সতর্ক হলে দেশভাগ হলেও হয়তো বাংলা ভাগ এড়ানো যেত। হয়তো সমগ্র বাংলা ভারতেই থাকত। সোমবার এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
টুইটারে তথাগতবাবু লিখেছেন, “বাংলায় ১৯৩৭ সালের নির্বাচনে কংগ্রেস বা মুসলিম লিগ বা ফজলুল হকের কৃষক প্রজা পার্টি কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। হকের দল দৃঢ়ভাবে মুসলিম ছিল কিন্তু তাদের কোনও মুসলিম কার্যসূচি ছিল না। তাদের দাবি ছিল কৃষকদের জন্য ঋণমুক্তি ইত্যাদি।
সম্ভবত, ১৯৪১ সালে, কংগ্রেস বাংলায় শাসক দল ছিল না। ফজলুল হক কংগ্রেসের সাথে জোট গঠন করতে চেয়েছিল। কিন্তু কংগ্রেস, কিছু অনির্বচনীয় কারণে, তা প্রত্যাখ্যান করে। কংগ্রেস রাজি হলে হয়তো সমগ্র বাংলা ভারতেই থাকত। এইভাবে কংগ্রেসের মূর্খতায় হককে মুসলিম লিগের কোলে ঠেলে দেওয়া হয়। জোট ১৯৪১ সাল পর্যন্ত স্থায়ী ছিল। তারপর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি হককে মুসলিম লিগের খপ্পর থেকে টেনে নিয়ে নতুন জোট গঠন করেন। লিগ হককে নোংরা ভাষায় গালিগালাজ করেছে। এই জোট মাত্র এক বছরের বেশি সময় ধরে চলে। ব্রিটিশ গভর্নর হারবার্টের ষড়যন্ত্রের দ্বারা এটিকে মুক্ত করা হয়।“