“মুখ্যমন্ত্রী যদি বসবাসের ব্যবস্থা না করেন, তাহলে স্বপরিবার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই,” কাতর আবেদন মেদিনীপুরের ৬টি পরিবারের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৪ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বসবাসের ব্যবস্থা না করেন, তাহলে স্বপরিবার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। রাজ্য সরকারের কাছে এমনই কাতর আবেদন মেদিনীপুর শহর লাগোয়া তলকুইয়ের সরকারি ক্যানেলের পাশে বসবাসকারী উচ্ছেদ হওয়া পরিবারগুলির। বাস্তুহারা ৬ টি পরিবারের আবেদন, ছোট ছোট শিশু, বৃদ্ধ বাবা মাকে নিয়ে তারা কোথায় যাবেন? কোথায় থাকবেন? তাই প্রশাসন ও রাজ্য সরকারের কাছে তাদের কাতর আবেদন মানবিক মুখ্যমন্ত্রী তাদের অন্তত বসবাসের ব্যবস্থাটুকু করে দিক।

প্রসঙ্গত, তলকুই এলাকার কাশীনাথ বর্মন নামে এক ব্যক্তি হাইকোর্টে মামলা করেন, তার জমির উপর জবরদখল করে বসবাস করার অভিযোগ জানিয়ে। উচ্চ আদালতের নির্দেশে সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করে দেখে, জবরদখলকারীরা সরকারি ক্যানেলের জমিতে বসবাস করছেন, এরপরই উচ্চ আদালত সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন সরকারি ক্যানেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের জন্য। শুক্রবার সেইমতো ক্যানেলের জমিতে বসবাসকারী ৬টি বাড়ি ভেঙ্গে ফেলা হল প্রসাশনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *