ইসলাম গ্রহণ না করলে স্বরার বিয়ে অবৈধ, দাবি সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধানের

আমাদের ভারত, ২০ ফেব্রুয়ারি:
হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে গত সপ্তাহে নিজের বিয়ের ঘোষণা করেছেন অভিনেত্রী স্বরাভাস্কর। সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন অভিনেত্রী। ১৬ই ফেব্রুয়ারি পরিবার পরিজনকে সাক্ষী রেখে আইনি বিবাহ সেরেছেন তারা। সই সাবুদ মালাবদল করে বিয়ে সেরেছেন। স্বরার বিয়ের খবরে খুশি ইন্ডাস্ট্রির তার একাধিক সতীর্থ। কিন্তু অন্যদিকে এই বিয়েকে অবৈধ বলেছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান।

মৌলানা শাহাবুদ্দিন রেজভির দাবি, স্বরাকে ইসলাম কবুল করতে হবে। নাহলে তাদের বিয়ে বৈধ বলে স্বীকার করা হবে না। সংগঠনের তরফে জানানো হয়েছে, শরিয়তে ইসলাম কবুল না করলে সেই বিয়ে অবৈধ। সর্ব ভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহাবুদ্দিন রিজভির কথায়, ইসলাম কবুল করতে হবে তবে এই বিয়ে বৈধতা পাবে। কোনও নারী যদি মূর্তি পূজা করেন তাহলে কোনও মুসলমান পুরুষ তাকে বিয়ে করতে পারবেন না। ইসলাম ধর্মে এই ধরণের বিয়ের কোনও জায়গা নেই।

গত ৬ জানুয়ারি স্বরা-ফাহাদ রেজিস্ট্রি অফিসে বিয়ের আবেদনে নথিপত্র জমা করেছিলেন। বৃহস্পতিবার সেই বিয়ের কথা প্রকাশ করেছেন নায়িকা। দুই ভিন্ন ধর্মাবলম্বীর আইনগতভাবে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য দেশের বিশেষ বিবাহ আইনের প্রশংসা করেছিলেন স্বরা। এই বিয়ের খবরে উচ্ছ্বাসিত নায়িকার ভক্তরা। উচ্ছ্বাসিত সামাজিক ও রাজনৈতিক মহলও কিন্তু এই বিয়েতে নারাজ মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ।

তবে সেই সব সমালোচকদের পাল্টা আক্রমণ চালিয়েছেন নাগরিকদের একটা বড় অংশ। অবৈধ আখ্যা প্রদানকারীদের নারী বিদ্বেষী এবং লিঙ্গ বৈষম্যকারী বলে তোপ দেখেছেন অনেক নেটাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *