কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ নভেম্বর:
ব্যবসায়ীরা আলু, পেঁয়াজ মজুত করে রাখছেন কি না ক্ষতিয়ে দেখলেন ঘাটাল থানার ওসি। আলু এবং পেঁয়াজের দাম অগ্নিমূল্য। গৃহস্থের ধরাছোঁয়ার বাইরে। আলুর দাম সরকার নির্ধারণ করলেও সেই দামে আলু বিক্রি হচ্ছে না। ৪০ টাকার নিচে আলুর দাম নামছে না। পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে ।
গতকাল শনিবার ঘাটাল বাজারে ঘাটাল থানার পুলিশ আলু এবং পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে কথা বলেন। বেআইনিভাবে আলু এবং পেঁয়াজ কেউ যদি মজুত করে রাখে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এই অভিযানে ছিলেন ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক। তিনি বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলেন এবং সঠিক দাম নেওয়ার জন্য তিনি ব্যবসায়ীদের সতর্ক করে দেন। বেআইনি মজুদদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।