আমাদের ভারত, ৮ জুলাই: নূপুর শর্মার জিভ কেটে আনতে পারলেই দু’কোটি পুরস্কার দেওয়া হবে। এই হিংসাত্মক মন্তব্য করায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে হরিয়ানার এক ব্যক্তি। একটি ইউটিউবারের সঙ্গে কথা বলার সময় অভিযুক্ত এরশাদ প্রধান এই প্রস্তাব দিয়েছেন বলে জানা যায়।
এরশাদের এই ভিডিওটি ফেসবুকে আপলোড করা হলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তারপরই পুলিশ এরশাদকে গ্রেপ্তার করে। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তার কথায় যারা দেশের শান্তি বিঘ্নিত করতে চাইবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার বরুণ সিংলা জানিয়েছেন, “আইন মেনেই পদক্ষেপ করা হবে। সোশ্যাল মিডিয়া সেল কাজ শুরু করে দিয়েছে। যাতে এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। সকলের কাছে আর্জি জানানো হচ্ছে কেউ যেনো এই ধরনের ভিডিও ও সাম্প্রদায়িক কনটেন্ট শেয়ার না করেন।
ভিডিওটিতে দেখা গেছে এক ইউটিউবারকে এরশাদ বলছেন, “ওর( নূপুর শর্মার) জিভ নিয়ে আসুন আর দু’ কোটি টাকা নিয়ে যান। কাজটা করলেই সঙ্গে সঙ্গে টাকা মিলবে।” ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে এলাকায় উত্তেজনা দেখা যায়। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। দ্রুত এরশাদের বাড়িতে রেইড করে পুলিশ আটক করে তাকে।
এর আগে আজমের শরিফের খাদেম সালমান চিশ্তি একটি ভিডিওতে বলেছিলেন, যে নূপুর শর্মার মাথা কেটে তার কাছে নিয়ে যাবে তাকে নিজের বাড়ি উপহার দিয়ে দেবেন সলমান। ভিডিওটি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। তখনই নিখোঁজ হয়ে যায় সলমান। যদিও পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

