মমতা বন্দ্যোপাধ্যায় অসমে গেলে তাঁকে লাল কার্পেট পেতে স্বাগত জানাব, শিলিগুড়িতে বললেন হিমন্ত বিশ্বশর্মা

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৯ আগস্ট: মমতা বন্দ্যোপাধ্যায় অসমে গেলে তাঁকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কারণ হিমন্ত বিশ্বশর্মা মনে করেন মমতা ব্যানার্জি যে ধরনের রাজনীতি করেন এবং যারা তাঁর ভোটব্যাঙ্ক, তাতে কংগ্রেসের সুবিধা হবে, বিজেপির তাতে সুবিধা বেশি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় অসমে গেলে তিনি তাকে স্বাগত জানাবেন। আজ শিলিগুড়িতে একথা বললেন হিমন্ত বিশ্বশর্মা।

রবিবার সকালে শিলিগুড়ির লেকটাউনে আসেন অসমের মুখ্যমন্ত্রী। এদিন তিনি তাদের রাজ্যের প্রাক্তন বিধায়ক প্রয়াত অলোক ঘোষের বাড়িতে আসেন। সেখানে তাঁর পরিবারের সাথে দেখা করেন। সেই সময় তাঁর সাথে দেখা করতে আসেন বিজেপির শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বিধায়কের মৃত্যুর খবর পেয়েও আসতে না পারায় এদিন এসে তাঁর পরিবারের সাথে দেখা করে গেলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দেখা করে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অসমে দিদি যাবেন মায়ের পুজো দেবেন ফিরে আসবেন। সেখানে উনার আর কোনও কাজ নেই। তবে উনি যদি সেখানে গিয়ে রাজনীতি করতে চান। তাহলে আমি তাঁকে রেড কার্পেট পেতে স্বাগত জানাবো। কারণ দিদির যা ভোটব্যাংক আর উনি যেধরনের রাজনীতি করেন তাতে কংগ্রেসের ভোট কমবে আর আমার দলের সুবিধা হবে। তাহলে আমি আটকাতে যাবো কেন। দিদি আসলে আমার সুবিধা তাই আমি তাকে স্বাগত জানাবো। আর সুস্মিতা দেবের আহামরি কিছু প্রভাব নেই অসমে। একটি জেলাতেই তাঁর কিছুটা প্রভাব রয়েছে। তাই উনি তৃণমূলে গেলেও কোনও লাভ নেই।

এছাড়া বাংলায় নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে তাঁর বক্তব্য, বাংলায় আর অসমে একসাথে নির্বাচন হয়েছিল। আমাদের ওখানে কেউ একটা পাথর পর্যন্ত মারেনি। আর এখানে হাইকোর্ট নির্দেশ দেন সিবিআই তদন্তের জন্য। তাহলেই বুঝে নেন দুই রাজ্যের মধ্যে পার্থক্য। 

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের রাজ্যে শান্তি বজায় রয়েছে। সকলে খুব ভালো আছেন। কোথাও কোনও অশান্তি নেই। বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করবেই। আর ডিটেশন ক্যাম্পে ১২জন রয়েছে। তাদেরও বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *