Rajnath, BJP, ভারত প্রত্যাঘাত করলে ইতিহাস- ভুগোল দুই-ই বদলে যাবে, স্যার ক্রিক সীমান্তের পরিস্থিতিতে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

আমাদের ভারত, ২ অক্টোবর: ভারত- পাকিস্তান সংঘাতের এক নতুন ক্ষেত্র তৈরি হয়েছে গুজরাটের স্যার ক্রিক সীমান্ত বিতর্কিত এলাকায়। পাকিস্তান সম্প্রতি নতুন করে সেখানে সেনা সমাবেশ শুরু করায় উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইসলামাবাদকে।

বিজয়া দশমী বা দশেরা উপলক্ষে গুজরাটের ভূজে ভারতীয় সেনার শস্ত্র পুজো কর্মসূচিতে যোগদান করেন রাজনাথ সিং। সেখানেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য, স্যার ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাবে এমন প্রত্যাঘাত করা হবে যার অভিঘাতে ইতিহাস- ভূগোল দুই-ই বদলে যাবে।

১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোরের উপকণ্ঠে পৌঁছে যাওয়া এবং সাম্প্রতি অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পাকিস্তানকে মনে রাখতে হবে করাচি যাওয়ার একটিই পথ, এই স্যার ক্রিক হয়েই সেটা যেতে হয়।

সিন্ধু নদের ব-দ্বীপে তৈরি হয়েছে প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ খাড়ি বেষ্টিত অঞ্চল। স্যার ক্রিক জম্মু-কাশ্মীরের মতোই অঞ্চল। যেখানে সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে ভারত- পাকিস্তানের মধ্যে। কচ্ছের রণের পশ্চিমে অবস্থিত জলাভূমি বেষ্টিত এই এলাকা পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে আলাদা করে রেখেছে গুজরাটকে। এই অঞ্চলে নজরদারি করে বিএসএফের বিশেষ বাহিনী ক্রিক ক্রোকোডায়েল।

১৯৯৯ সালে স্যার ক্রিক এলাকাতে অনুপ্রবেশকারী পাক নজরদার বিমান ধ্বংস করেছিল বায়ু সেনাকে। সেই ঘটনায় ১৬ জন পাক সেনা নিহত হয়েছিল। সম্প্রতি স্যার ক্রিক অঞ্চলের নতুন করে পাক সেনা সংখ্যা বৃদ্ধি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *