Anubrata, TMC, সাধারণ মানুষের উপকার করতে এসে জেলে যেতে হলে আবারও যাবো, ভয় দেখিয়ে আমাকে রোখা যায় না: অনুব্রত

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২০ ডিসেম্বর: “কথায় কথায় বলছো জেলে রেখেছিলাম। আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি। ভয় পাই না। দল করতে এসে, সাধারণ মানুষের উপকার করতে এসে যদি জেলে যেতে হয়, আবারও যাবো। ভয় দেখিয়ে আমাকে রোখা যায় না।” শনিবার সন্ধ্যায় বীরভূমের পাইকর থানার সুহুদিঘির মাঠে দলীয় জনসভায় এমনই মন্তব্য করেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার লাভপুরের একটি সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেছিলেন, “দু বছর জেল খেটেছে। আরো ৪ বছর বাকি আছে।” শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন অনুব্রত মণ্ডল।

এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে কয়েক দিন আগেই বাংলাদেশ থেকে ভারতে ফেরৎ এসেছে পাইকর গ্রামের সোনালী খাতুন। সোনালীর কথা টেনে এনে অনুব্রত মণ্ডল বলেন, “এস আই আর করলেন, কিছু তো পেলেন না। কিছু পেলেন? এখানে আছে নাকি মায়ানমারের লোক? এখানে আছে নাকি মায়ানমারের মহিলা? লজ্জা লাগে না। আপানরা মুরারই- এর সোনালীকে বলে দিলেন তুমি বাংলাদেশি। আমরা রোহিঙ্গা নই, আমরা মায়ানমারীও নই। আমরা বাঙালি। আমাদের এই মাটিতে জন্ম হয়েছে। মৃত্যু হবে এই মাটিতে। এই মাটি বাংলার মাটি।”

তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেন, “যতই ভয় দেখান, ছাব্বিশের ইলেকশনে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলে গেলাম। ২৩০ থেকে ২৩৫টা সিট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। কারা দেবে জানেন, আমার মা- বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’ হাত তুলে ভোট দেবে। তোমরা ক্ষতি ছাড়া ভালো জানো না। তোমার একটা রাজ্য দেখাও ৯৬টা প্রকল্প আছে। তোমরা সব রাজ্যের সর্বনাশ করেছ। পশ্চিমবাংলায় এসেছো, হিন্দি ভাষী এলাকা করবে। হিন্দি ভাষী লোকদের নিয়ে আসবে। মিলিটারি দিয়ে জেলে ভরবে। জীবন থাকতে হতে দেবো না। রুখে দাঁড়াবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *