আমাদের ভারত, ৬ জুলাই: “হাওড়ার ডোমজুড়ের সলপ-এ আবার বিধর্মীদের হাতে আক্রান্ত এবং ভাঙ্গচুর হলো মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ।” এ কথা জানিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্কের আর তোষণের রাজনীতির শিকার পশ্চিমবঙ্গের হিন্দুদের নিজেদের ধর্মাচরণ করতে গিয়ে বার বার আক্রান্ত হতে হচ্ছে। প্রশাসন সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে। রাজ্যে অবিলম্বে হিন্দুরা একজোট না হলে সমূহ বিপদ।”
সলপে শনিবারের অশান্তি প্রসঙ্গে শুভেন্দুবাবু জানিয়েছেন, “বিগত প্রায় ৪০ বছর ধরে সলপের ঐ রাস্তা দিয়েই মহাপ্রভুর রথ যায়। একদল ভিন্ন ধর্মের মানুষ হঠাৎ বিনা প্ররোচনায় লাঠিসোঁটা, বাঁশ ইত্যাদি নিয়ে রথযাত্রার উপর আক্রমণ করে। ইঁট, পাথর, টিউব লাইট ছোঁড়া হয়। কমপক্ষে ১৪ জনের মতো এই আক্রমণে আহত হয়েছেন বলে খবর।
তিনি লিখেছেন, “ঘটনা ঘটার পর সেখানে পুলিশ আসে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পুলিশ আক্রমণকারীদের পক্ষ নিয়ে রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। গতকাল সন্ধ্যার এই ঘটনায় আহত প্রায় ৭-৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।”