Sukanta, BJP, Hindu, হিন্দুরাই যদি পরবাসী হয়ে যায় তাহলে চিন্তার বিষয়, গীতাপাঠ অনুষ্ঠানে এসে হিন্দুদের ঐক্যের বার্তা সুকান্তর

আমাদের ভারত, ৭ ডিসেম্বর: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে তিনি সবার সাথে গলা মিলিয়ে গীতার শ্লোক পাঠ করেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন সুকান্ত মজুমদার।

সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত গীতা পাঠ অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সব হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। এখন বাংলার যা পরিস্থিতি তাতে হিন্দুরাই কোণঠাসা। হিন্দু ধর্ম- সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, এই ধরনের অনুষ্ঠান বেশি করে প্রয়োজন। কার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। না হলে দরকার ছিল না। পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত।

সুকান্ত মজুমদার আরো বলেন, আজ কিছু লোক বলছে ৯০ আসন তাদের। থাকতে সবাই পারে এখানে। কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্যেই, কিন্তু হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তবে তো চিন্তার বিষয়।

আগামী বছর নির্বাচন, তার আগেই গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন কি কোথাও রাজনৈতিক অভিসন্ধি? সে সম্ভাবনা উড়িয়ে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। পুরোটা ভিত্তিহীন কথা।

এই একই প্রশ্ন করা হয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। তিনিও রাজনীতির সঙ্গে এর যোগ খুঁজে পাননি। তবে পাল্টা তৃণমূলকে আক্রমণ করে বলেন, ওদের করতে কে না বলেছে? কর দম থাকলে। আমরা করব। রাম মন্দির করেছি, কৃষ্ণ মন্দির করেছি। এটাও করব।

দিলীপ ঘোষ আরো বলেন, পশ্চিমবাংলা বিভাজনের শিকার হয়েছে হিন্দু মুসলমানের নেতৃত্বে। হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছি আমরা। লক্ষ লক্ষ মানুষ এখনো দাস জীবনযাপন করছে। বাংলাদেশে আমাদের ভাইয়েরা অত্যাচারিত হচ্ছে। মঠ, মন্দির ধ্বংস করে মা বোনেদের ইজ্জত নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গে সেই ঘটনা না হোক, সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিয়েছেন সন্তরা।

রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। দুপুর পর্যন্ত এই অনুষ্ঠান চলে। গীতা পাঠের আগে বেদ পাঠ হয়। কয়েকশো সাধুসন্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *