Taslima, Bangladesh, “সামান্য প্রতিভাও যদি ভুল করে জন্ম নিয়ে নেয়, তাদের দেশান্তরী হতে হয়”, কটাক্ষ তসলিমার

আমাদের ভারত, ৬ জানুয়ারি: বাংলাদেশকে নিয়ে ফের কটাক্ষ করলেন তসলিমা নাসরিন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “কাউকে ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হওয়ার বেদনা বইতে হতো না। বাংলা হয়ে উঠতো সত্যিকারের সোনার বাংলা।”

রবিবার এক্স হ্যান্ডলে তাঁর এই বার্তায় সোমবার সকাল ৯টা ৫০ পর্যন্ত লাইক, প্রতিক্রিয়া ও শেয়ার হরেছে যথাক্রমে ৪ হাজার ২০০, ৫০ ও ৩১৮। তিনি লিখেছেন, “পূর্ব বাংলার মাটি কী আশ্চর্য স্বর্ণগর্ভা মাটি! এই মাটিকে প্রণাম না করে থাকা যায় না। অসাধারণ সব বড় কবি, বড় সাহিত্যিক, বড় চিত্রকর, বড় নাট্যকার, বড় শিল্পী, বড় চলচ্চিত্র নির্মাতা, বড় রাজনীতিক, বড় দার্শনিক, বড় গবেষক, বড় মনিষী, বড় বিজ্ঞানী জন্মেছিলেন পূর্ববঙ্গে। দেশভাগ এবং হিন্দুবিদ্বেষ তাঁদের নিয়ে ফেলেছে ভারতবর্ষের নানা প্রান্তে।

যদি বহিরাগত মুসলমানকে ভারতবর্ষে ঢুকতে না দেওয়া হতো, অথবা যদি বহিরাগত মুসলমানকে পূর্ববঙ্গে ঢুকতে বাধা দেওয়া হতো, তাহলে বাঙালিকে ধর্মান্তরিত হতে হতো না। পূর্ববঙ্গ থেকে হাজারো প্রতিভাকে বিদেয় নিতে হতো না।

আজ পূর্ববঙ্গ নিঃস্ব। প্রতিভাহীন জম্বিরা আস্ফালন করে বেড়ায়। লক্ষ লক্ষ ঘৃণাজীবী জন্মায় প্রতিদিন। সামান্য প্রতিভাও যদি ভুল করে জন্ম নিয়ে নেয়, তাদের দেশান্তরী হতে হয়। এই পূর্ববঙ্গকার অভিশাপে আজ দোযখের আগুন হয়ে উঠেছে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *