Jitendra Tewari, BJP, অবৈধ উপায়ে অর্থ রোজগার যদি উন্নয়ন হয় তাহলে এরাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে: জিতেন্দ্র তেওয়ারি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ ডিসেম্বর: বালি ও কয়লা থেকে অর্থ রোজগার, চাকরি বিক্রি করে অর্থ রোজগার, ডিএম, এসডিও ও বিডিও অফিসের উন্নয়ন খাত থেকে কাটমানি নিয়ে অর্থ রোজগার, অবৈধ উপায়ে অর্থ রোজগার যদি উন্নয়ন হয়ে থাকে তবে এরাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি আজ বাঁকুড়ার দলীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বাঁকুড়া সহ রাজ্যের উন্নয়নকে এভাবেই তুলে ধরেন।

তিনি বলেন যে, উন্নয়ন কী হয়েছে তা বাঁকুড়ার মানুষ দেখছেন। বাঁকুড়া গ্রাম প্রধান জেলা। গ্রামের উন্নয়ন কী হয়েছে তা তারাই মূল্যায়ন করবেন। এস আই আর বিতর্ক এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্য জুড়ে কার্যত বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। এই পরিস্থিতিতে দলীয় নির্দেশে তিনি বৃহস্পতিবার বাঁকুড়ায় আসেন। বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের দূর্নীতি নিয়ে সরব হন। বিজেপির রাজ্য মুখপাত্র জিতেন্দ্র তিওয়ারির এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি। এদিন সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তিওয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতির একটি বই তুলে ধরেন। বইটির নাম “পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশানভূমি”।

এই বই তুলে ধরে জিতেন্দ্র তিওয়ারির দাবি, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। রাজ্যে কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে এবং রাজ্যের ওপর ঋণের বোঝা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, শিল্পের পরিবেশ নষ্ট হওয়ায় রাজ্যের অর্থনৈতিক অবস্থা আজ সঙ্কটের মুখে। তিনি বলেন যে, বাড়ি ও পরিকাঠামো ছাড়াই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। পরিকাঠামো না থাকায় অল্পতেই বদলি করে দেওয়া হচ্ছে।

অন্যদিকে এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, রাজ্য সরকার উন্নয়ন ও শিল্পায়নের পথেই এগোচ্ছে এবং বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *