বিজেপি ক্ষমতায় এলে বিকাশ দুবের মতো হাল হবে এরাজ্যের সমাজ বিরোধীদের: দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা : ক্ষমতায় এলে যোগী সরকারের পুলিশ মডেলকে ফলো করবে বিজেপি। বিকাশ দুবের মতো হাল হবে রাজ্যের সমাজ বিরোধীদের। শনিবার ইকোপার্কে এইকথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, রাজ্যে কাপুরুষের সরকার চলছে। তাই এখানে দুষ্কৃতিরা বিধায়ক, চেয়ারম্যানদের অবলীলায় খুন করে। দুষ্কৃতিদের সাজা হয় না। আর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার দেখিয়ে দিয়েছে দুষ্কৃতিদের কিভাবে সাজা দিতে হয়। এরাজ্যে পুলিশ অবশ্য বিরোধীদের গুলি করতে পারে– সমাজ বিরোধীদের নয়। বাংলায় বিজেপি আসলে সব জঙ্গলরাজ সাফ হবে। যেভাবে যোগী আদিত্যনাথ সরকার জঙ্গলরাজ পরিকার করছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বাহুবলী নেতা বিকাশের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি এমন কথা বলেন। তিনি বলেন, পশ্চিমবাংলাতেও জঙ্গলরাজ চলছে। তবে এখানের সরকার চায় না সমাজবিরোধীদের পরিস্কার করতে। তাই সমাজ বিরোধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। উত্তরপ্রদেশ সরকারের দম আছে। তাই বিকাশের মতো সমাজবিরোধীদের শায়েস্তা করতে পেরেছে। এরপরেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে দিলীপ ঘোষের পরামর্শ, আগে নিজের ঘর সামলান। তারপর অন্য রাজ্যের বিষয়ে নাক গলাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *