বিজেপি ক্ষমতায় এলে চা-শ্রমিকদের ন্যূনতম মজুরি করা হবে ৩৩০টাকা, দেওয়া হবে জমির পাট্টা, আলিপুরদুয়ারে বললেন সায়ন্তন বসু

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২০ জানুয়ারি: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে চা-শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ৩৩০টাকা। আইনি জটিলতা কাটিয়ে চা-শ্রমিকদের জমির পাট্টাও দেওয়া হবে। মঙ্গলবার শোষিত ও বঞ্চিত চা-বাগানের শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবিতে জেলা বিজেপি-র ডাকে মহা মিছিলে অংশ গ্রহন করতে এসে এমনটা বললেন বিজেপি-র রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু।

বর্তমানে রাজ্যের চা-শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে এই মহা মিছিল করে জেলা বিজেপি। এদিন দুপুর ১টা নাগাদ জেলাসদরের বলাই মেমোরিয়াল ক্লাবের মাঠ থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের প্রথমভাগেই দেখা যায় সায়ন্তন বসু সহ জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা, মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা সহ জেলা নেতৃত্বের একাধিক নেতা-কর্মীদের। এদিনের মিছিলে চা-বাগানের শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। জেলার বিভিন্ন চা-বাগান থেকে কয়েক হাজার চা-শ্রমিক সরাসরি বিজেপি-র পতাকা হাতে মিছিলে পা মেলান। শান্তিপূর্নভাবে মিছিল শেষ হয় জেলা প্রশাসন ভবন ডুয়ার্স কন্যার সামনে।সেখানেই ট্রাকের মধ্যে মঞ্চ বেঁধে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্ববর্গ।

সকলেই একদিকে যেমন চা-শ্রমিকদের এই বঞ্চনার জন্য রাজ্যের বর্তমান শাসক দলকে তুলোধনা করেন তেমনি চা-শ্রমিকদের জন্য কেন্দ্রের সরকার কি করেছে তাও তুলে ধরেন। পাশপাশি বিগত প্রায় ১বছর ধরে কোভিড পরিস্থিতিতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চা-শ্রমিকদের জন্য যেভাবে খাদ্য সামগ্রীর ব্যাবস্থা করেছে তাও তুলে ধরেন বিধায়ক মনোজ টিজ্ঞা। পরে এই দাবিতে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনাকে একটি স্মারকলিপি প্রদান করা হয় জেলা বিজেপি-র তরফে।

এদিন সায়ন্তন বসু জানান, চা-শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে ব্যার্থ এই রাজ্যের সরকার। আমাদের দল ক্ষমতায় এলে চা-শ্রমিকদের মজুরি ৩৩০টাকা করা হবে। আইনি জটিলতা কাটিয়ে জমির অধিকার দিতে শ্রমিকদের জমির পাট্টাও দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *