আমাদের ভারত, ২৯ নভেম্বর: বদলা নয় বদল চাই, এই স্লোগান বিজেপি দেবে না। বরং রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে দুষ্টের দমন শিষ্টের পালন করা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একই সঙ্গে জানিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাস্তায় নামাজ পড়া বন্ধ হবে।
উত্তর ২৪ পরগনায় একটি দলীয় মিছিলের সভায় বক্তব্য রাখতে ওঠেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আমি অবাক হয়ে গেলাম, বড়বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম শুক্রবার, রাস্তা বন্ধ করে নামাজ পড়া হচ্ছে।মসজিদের ভেতরে নমাজ পড়া যেতেই পারে, এতে কোনো আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষের চলাচলের জায়গা বন্ধ করে নমাজ পড়া হবে? রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নমাজ মসজিদের ভিতরে হবে রাস্তায় কোনো নমাজ হবে না।
একই সঙ্গে তাঁর আরো সংযোজন, তৃণমূল সিএএ বন্ধ করতে পারেনি, এসআইআর আটকাতে পারেনি, তাই এবার ২৬- এ রাজ্যে পরিবর্তন হবে, ক্ষমতা থাকলে আটকে দেখান। রাজ্যে বিজেপি সরকার তৈরি হবেই। তিনি বলেন, বিজেপি সরকার বলবে না বদলা নয় বদল চাই, বরং দুষ্টের দমন শিষ্টের পালন হবে। তোলাবাজদের বাড়িতে বুলডোজার চলবে। যারা মেয়েদের ইজ্জত নিয়ে খেলবে তাদের এনকাউন্টার হবে, কেউ আটকাতে পারবে না।
কেন্দ্রীয় মন্ত্রী তথায় বিজেপি সাংসদের এই মন্তব্য নিয়ে পাল্টা সরব হয়েছেন রাজ্যের শাসক দলের সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেছেন, আসলে সুকান্ত মজুমদারের মাথায় নেই যে এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। এই ধরনের রাজনীতি বাংলার মানুষ পছন্দ করে না, সেটা সম্পর্কে তিনি ওয়াকিবহাল নয়। তাই ওর যা মানসিকতা তাতে উত্তরপ্রদেশে থাকা উচিত, বাংলায় নয়।

