CM, Sukanta, চোরেদের কোনো অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি হলে মুখ্যমন্ত্রী তার সভাপতি হবেন, কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অন্যতম হাতিয়ার হলো দুর্নীতি। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার চোরদের রানী বলেছেন পদ্ম নেতারা। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূল ছাত্র নেতা ত্রিণাঙ্কুর ভট্টাচার্যের নাম জড়ানো প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরেদের ফেডারেশনের সভাপতি বলে কটাক্ষ করলেন।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূল ছাত্র নেতা ত্রিণাঙ্কুর ভট্টাচার্যের নাম জড়িয়েছে। আর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ধর্না মঞ্চে রয়েছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, নতুন চোর পুরনোদের দেখে শিখেছেন। পার্থ চট্টোপাধ্যায় ও ভাইপোদের থেকে চুরি শিখেছেন। চোরেদের একটাই জায়গা তৃণমূলের মঞ্চ। এরপরই সুকান্ত মজুমদার বলেন, চোরেদের কোনো অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি হলে মুখ্যমন্ত্রী তার সভাপতি হবেন।

অন্যদিকে, আগামী লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট নিয়ে সুকান্ত মজুমদার বলেন, কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঝুলিতে ২৪টি আসন আসবে কিনা সে প্রতিযোগিতা চলছে। কংগ্রেস শতাব্দী প্রাচীন দল। ফলে সেই দল ভালো ফল করুক আমরা সেটা চাই। সুকান্ত মজুমদারের পরামর্শ, কংগ্রেসের উচিত নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা। আর এই জোট হওয়ার ছিলই না, এটা জোটের নাম হ- য- ব- র- ল হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *