আমাদের ভারত, হাওড়া, ১৪ নভেম্বর: রাজ্যের সংখ্যালঘুরা শোষণের রাজনীতির শিকার। তাদের ভোট ব্যাঙ্কের স্বার্থে ব্যবহার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার আমতার জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের চেয়ারম্যান বিধায়ক ইদ্রিস আলি।
তিনি বলেন, দিলীপ ঘোষ মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংখ্যালঘুদের জন্য উন্নয়ন করেছেন বিজেপি শাসিত রাজ্যে সেই উন্নয়নের ছিটেফোঁটাও হয়নি। অবশ্য শুধু সংখ্যালঘুদের জন্য নয় সংখ্যাগুরুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন করেছেন। ইদ্রিস আলি বলেন ইমাম ভাতা ও পুরোহিত ভাতা নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন সেটা নির্বাচনী গিমিক ছাড়া আর কিছুই নয়। বাংলার মানুষ এই মিথ্যাকে ভালোভাবে মেনে নেবে না। তিনি বলেন, প্রকাশ্য জনসভায় এইভাবে একজন রাজনৈতিক নেতার বক্তব্য কে সমর্থন করা যায় না। আগামী দিনে বাংলার মানুষ দিলীপ ঘোষের এই মিথ্যের জবাব দেবেন বলে দাবি করেন বিধায়ক ইদ্রিস আলি।
প্রসঙ্গত শুক্রবার বিকেলে আমতার সেহাগড়ী মাঠে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সংখ্যালঘু মোর্চার ডাকা এক জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইমাম ভাতা ও পুরোহিত ভাতার বিরোধিতা করেছিলেন। আর দীলিপবাবুর এই বিরোধীতার পরেই শনিবার মুখ খুললেন বিধায়ক ইদ্রিস আলি।