সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ অক্টোবর: দেবীর স্বপ্নাদেশে পুকুর থেকে প্রাপ্ত দেবী প্রতিমার কাঠামোর কাঠ থেকে দেবী প্রতিমা তৈরি করে পুজোর সূচনা হয় বাঁকুড়া শহরের প্রাচীন মহল্লা হরেশ্বরমেলার বন্দোপাধ্যায় বাড়িতে। প্রায় দুশো বছরের অধিক কাল আগে তারাচাঁদ বন্দোপাধ্যায়ের হাত ধরে শুরু এই পুজো। আজও মহা সমারোহে সম্পন্ন করে চলেছেন তাঁর বংশধরেরা
।বন্দোপাধ্যায় বংশের অন্যতম সদস্য দিলীপ বন্দোপাধ্যায় জানান, এই বংশের এক বধূ বিয়ের পূর্বেই মায়ের স্বপ্নাদেশ পান। বাঁকুড়া জেলারই পাঁচাল গ্ৰামের কন্যা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গৃহবধূ হয়ে শ্বশুরালয়ে আসার পর স্বপ্নাদেশের কথা জানান। সেই স্বপ্নাদেশ অনুযায়ী এক পুকুর থেকে প্রতিমার কাঠ উদ্ধার হয়। সেই কাঠ থেকেই প্রতিমার কাঠামো তৈরি হয়। সেই কাঠ আজও সযত্নে রক্ষিত রয়েছে দেবী মন্দিরে।
দিলীপবাবু জানান, সূচনাকালে দেবীর মন্ডপ তৈরী হতো শালপাতা দিয়ে।তার আভিজাত্য ছিল আলাদা। বর্তমানে শালপাতার যোগান ও শিল্পীর অভাবে সেই রেওয়াজ বজায় রাখা সম্ভব নয়। এখন সিমেন্টের সুদৃশ্য মন্দির নির্মাণ করা হয়েছে, দেবী প্রতিমা মাটির পরিবর্তে সিমেন্টের স্হায়ী প্রতিমা, কিন্তু সূচনাকালের নিয়ম মেনে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দেবীর পূজার্চনা হয়। যে কারণে শহরের অন্যান্য মন্ডপের সাথে একসময়ে সন্ধিপূজা, বলিদান পর্ব হয় না। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে নির্দিষ্ট সময়ে সন্ধিপূজা, বলিদান, বিসর্জন হয়। পৃথক সময়ে সন্ধিপূজা ও বলিদান হয় বলে ঐ সময় ব্যাপক মানুষের ভিড় হয়।

