“আদর্শবান বিজেপি, কংগ্রেস, বাম নেতা পাবেন কিন্তু তৃণমূল নয়” পুরুলিয়ায় শতরূপ ঘোষের বক্তব্য

সাথী দাস, পুরুলিয়া, ৩১ আগস্ট: “কোনো ধান্দা ছাড়া, আদর্শের জন্য সিপিআইএম করে এমন নেতা পেয়ে যাবেন, আদর্শের জন্য কংগ্রেস করে এমন নেতা পেয়ে যাবেন, আদর্শের জন্য বিজেপি করে এমন নেতা পেয়ে যাবেন। কিন্তু দু পয়সা টাকা কামানোর ধান্দা ছাড়া তৃণমূল করে এমন নেতা জীবনে দেখিনি। যদি একবার এদের হারিয়ে করে খাওয়ার ব্যবস্থা এবং টাকা কামানোর ব্যবস্থা বন্ধ করেছেন তাহলে এই দলে যে সব নেতাদের পাড়ায় মাতব্বর বলে মনে হচ্ছে কালকে দেখবেন এরা বেড়ালের মতো মুখ লুকোবে, রাস্তায় এদের দেখতে পাবেন না। পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এইভাবেই তৃণমূল নেতাদের সমালোচনা করলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ।

তিনি বলেন, “কোথায় কোন নেতা বিএড কলেজ বানিয়েছেন, কোথায় কোন নেতা পেট্রোল পাম্প বানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং কলেজ বানিয়েছেন আপনারা হিসেব করে রাখুন বামপন্থীরা জেতার পরে এলাকায় এলাকায় এই সমস্ত বেআইনি দখলদারি লুঠ করে জনগণের হাতে তুলে দেওয়া হবে।”

বুধবার ১০০ দিন সহ অন্যান্য কাজ দেওয়া, রেশনের চাল-গমের পরিমাণ বৃদ্ধি, জেলার শিক্ষা ব্যবস্থার হাল ফেরানো, মূল্য বৃদ্ধির বিরূদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সহ একাধিক বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদ অভিযান কর্মসূচিতে সামিল হয় সিপিআইএম নেতা- কর্মী ও সমর্থকরা। এদিন সিপিআইএম পুরুলিয়া জেলা কমিটি ডাকে পুরুলিয়া শহরের রেলস্টেশন মোড় থেকে নেতা কর্মী ও সমর্থকরা জমায়েত হয়ে এই অভিযান শুরু করেন। শহরের চকবাজার রোড হয়ে মিছিলটি পুরুলিয়া জেলা পরিষদের গেটে এসে পৌঁছায়। সেখানে অবস্থান প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে যোগ দেন শতরূপ ঘোষ, দেবলীনা হেমব্রম, সুদীপ সেনগুপ্ত সহ অন্যান্য বাম নেতা কর্মী ও সমর্থকরা। এখানেই একের পর এক সিপিআইএম নেতৃত্ব বক্তব্য রাখেন এবং তৃণমূল সরকার, অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জিকে তুলোধনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *