ঝালদায় ফের ভাইরাল আইসি’র ফোনে কথোপকথনের অডিও

সাথী দাস, পুরুলিয়া, ১৯ মার্চ: ঝালদায় আর একটি অডিও ভাইরাল হল। যদিও এর সত্যতা খতিয়ে দেখেনি ‘আমাদের ভারত।’ এই অডিও-তে ঝালদা থানার আইসি নিহতের ভাইপো মিঠুন কান্দুকে এফআইআর নিয়ে বলছেন বলে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআর তিনি নিজে কেন নেবেন বলে প্রশ্ন তুলেছেন আইসি। একই সাথে একটি কাগজে মিঠুনের কাকিমা নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর টিপ ছাপ দেওয়ানোর কথাও বলা হয়েছে। এই প্রসঙ্গে অবশ্য কোনো বক্তব্য পাওয়া যায়নি আইসি-র। সুইচ অফ পাওয়া গেছে মিঠুন কান্দুরও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ মার্চ ফোনের একটি কথোপকথন ভাইরাল হয়ে যায়। তা নিয়ে পুলিশ অস্বস্তিতে পড়ে যায়। কথোপকথন ঝালদা থানার ওসির সঙ্গে একজন কংগ্রেস নেতার তথা নিহত তপন কান্দুর ভাইপোর বলে অভিযোগ করেন কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতোর। ওই অডিওতে আইসিকে ঝালদা বোর্ড গঠনে সক্রিয় ভূমিকা নিতে শোনা গিয়েছে। কংগ্রেস নেতাকে তপন কান্দু ও তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু ছাড়াও আরো একজনকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য বলেন
আইসি। ওই কংগ্রেস নেতাকে একসময়ের সিভিক ভলান্টিয়ারকে এও বলতে শোনা যায় যে চেয়ারম্যানের পদ পেলে তপন কান্দুকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলা যেতে পারে। এ ব্যাপারে আইসি চেয়ারম্যান পদ দেওয়াতে পারবেন না বরং ভাইস চেয়ারম্যান পদের জন্য ব্যবস্থা করার আশ্বাস দেন। অর্থ্যাৎ ওই আইসিকে তৃণমূল কংগ্রেসের হয়ে বোর্ড গড়ায় সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে। এটা ভাইরাল হতেই ড্যামেজ কন্ট্রোলে নামে পুলিশ।

বোর্ড গড়ার আগে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়ে যাওয়ায় এই ভাইরাল অডিওগুলির তাৎপর্যতা বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *