ইছাপুর নবাবগঞ্জ আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের পক্ষ থেকে মারাদোনার মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ নভেম্বর:
মাত্র কয়েক ঘন্টা আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। তাঁর মৃত্যুতে শোক স্তব্ধ গোটা পৃথিবীর ক্রীড়া মহল। পৃথিবীর অন্যান্য জায়গার মত উত্তর ২৪ পরগনার ইছাপুর নবাবগঞ্জের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা ফুটবলের রাজপুত্র মারাদোনার স্মৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করল।

ইছাপুর নবাবগঞ্জে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবে মারাদোনার ছবির সামনে মোমবাতি জ্বেলে ফুলমালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার স্মৃতির উদ্দেশ্যে ক্লাবের সদস্যরা ১ মিনিট নিরবতা পালন করেন। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার পায়ের জাদুতে মেতেছিল ফুটবল বিশ্ব। ওই বছরই মারাদোনার খেলা দেখে ইছাপুর নবাবগঞ্জে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল। সেদিনের সেই প্রতিষ্ঠাতা সদস্য শিবে পাত্র মারাদোনার মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনি বললেন, “মারাদোনা আমাদের কাছে ভগবান, তার নামে আমরা ইছাপুরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করি । মেসি এখন একমাত্র আমাদের ভরসা । যেমন মারাদোনার হাতে বিশ্বকাপ উঠেছিল, তেমনি মেসির হাতে আর্জেন্টিনার বিশ্বকাপ দেখতে চাই আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *