জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আশা কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে ডেবরা ব্লকের বিএমও এইচকে লিখিত ডেপুটেশন জমা দিয়েছেন। আশা কর্মীদের দাবিগুলির মধ্যে অন্যতম হল, করোনা পরিস্থিতিতে কর্মীদের মাসে অতিরিক্ত ১০ হাজার টাকা করে দিতে হবে, ফরম্যাট বহির্ভূত কাজ দেওয়া যাবে না, কোভিড পজিটিভ চিহ্নিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে লালা রস সংগ্রহ করানোর কাজ করানো যাবে না। এছাড়াও রাজ্য সরকারের ঘোষিত মাসিক ১০০০ টাকা অতিরিক্ত ভাতা দেওয়া সহ স্মারকলিপিতে আরো কয়েকটি দাবির কথা উল্লেখ করা হয়েছে।


