আশিস মণ্ডল, সিউড়ি, ২ সেপ্টেম্বর: উপযুক্ত সুরক্ষা ও পারিশ্রমিক না দিয়ে লালারস সংগ্রহে নামানো চলবে না। স্থায়ী কর্মীর মর্যাদা দিতে হবে। এরকমই কয়েকদফা দাবির ভিত্তিতে বীরভূমের খয়রশোল ব্লক এলাকার আশা কর্মীরা নিজ নিজ সাবসেন্টারে এএনএম দিদিদের হাতে দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দিলেন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ব্যানারে তাদের দাবি দাওয়া সম্বলিত পোস্টার সাঁটিয়ে দেওয়া হয় বিভিন্ন সাবসেন্টারের দেওয়ালে। আগামী শুক্রবার খয়রাশোল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিএমওএইচের নিকট একই দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হবে বলে জানান খয়রাশোল ব্লক আশা কর্মী ইউনিয়নের নেত্রী প্রান্তিকা চট্টোপাধ্যায়।


