সাথী দাস, পুরুলিয়া, ৮ সেপ্টেম্বর: কোভিড পরিস্থিতিতে মাসিক ভাতা বাড়ানো, পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা প্রদান সহ একাধিক দাবিতে পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ও জেলাশাসক কার্যালয়ের কাছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সংঘটিত আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন নামে ওই সংগঠনের পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে আজ দাবি দাওয়া ও অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখানো হয়।

আশাকর্মীদের দাবি, বর্তমান করোনা পরিস্থিতিতে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই দিন রাত কাজ করে চলেছেন তাঁরা।এমন কি কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘোষিত কোভিড পরিস্থিতিতে ১০০০ টাকা ভাতাও পাচ্ছে না আশাকর্মীরা। অথচ, একের পর এক কাজের চাপ বাড়ানো হচ্ছে আশাকর্মীদের উপর। এইসব দাবিতে পুরুলিয়ার ২০টি ব্লকের ১৫০- র বেশি আশাকর্মী অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন।

আশাকর্মী সুস্মিতা মাহাতো বলেন, “করোনা মহামারীতে ঝুঁকিপূর্ণ কাজের জন্য আশা কর্মীরা আক্রান্ত হয়ে পড়ছেন। কোনও ধরনের সুরক্ষা সরঞ্জাম নেই। নেই কোনও পারিশ্রমিক। কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘোষিত কোভিডের জন্য বরাদ্দ ভাতা এক হাজার টাকাও দেওয়া হচ্ছে না তাদের। ২১ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০০ টাকা সাম্মানিক ভাতা বাড়ানোর জন্য ঘোষণা করেছিলেন। অথচ সেই টাকাও দেওয়া হচ্ছে না, ঘোষণাই থেকে যাচ্ছে। একের পর এক কাজের চাপ বাড়ানো হচ্ছে। এক মাসের কাজ ১০ দিনে করতে বলা হচ্ছে। অথচ খাতায়-কলমে সামান্য ভুল ত্রুটি হলেই হুমকি-ধমকি মানসিক নির্যাতন, হেনস্থা করা হচ্ছে। এটারই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাই আমরা।”

