আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ আগস্ট: পুলিশের পোষাক ত্যাগ করে বৃহস্পতিবার রাতে লকডাউনে কান্দির মানুষকে আনন্দ দেওয়ার জন্য বাউল গান গাইলেন কান্দি থানার আইসি অরূপ রায়। বৃহস্পতিবার লকডাউনে দিনভর নানা ব্যস্ততা মধ্যে কাটান কান্দি পুলিশ প্রশাসন। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই তৎপর ছিল কান্দি থানার পুলিশ।
একদিকে লকডাউন অন্যদিকে পুলিশের কাজের চাপ, তাই লকডাউনে মাঝে কান্দি তথা মুর্শিদাবাদ
জেলাবাসীকে আনন্দ দেওয়ার জন্য ভার্চুয়াল বাউল গানের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। বৃহস্পতিবার রাতে কান্দি পেট্রোল পাম্পে একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে এই বাউল গানের আয়োজন করা হয়। পুলিশি উর্দি ছেড়ে বাউল গানে মত্ত হন কান্দি থানার আইসি অরূপ রায়। উপস্থিত ছিলেন প্রখ্যাত বাউল শিল্পী লক্ষীকান্ত চট্টরাজ। বাউল গান করে সাধারণ মানুষকে আনন্দ দিলেন কান্দি থানার আইসি অরূপ রায়।
পুলিশ যে শুধু চোর ডাকাতের পিছনে পড়ে থাকে তা নয়, কিছু সামাজিক কাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সাধারণ মানুষের কথা মাথায় রাখে এই ভার্চুয়াল বাউল গানের আসর তারই প্রমাণ।