“পচা নেবো না, তৃণমূল থেকে বেছে বেছে আলু নেব” মিঠুনের মতো এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত’র

আমাদের ভারত, ৩১ আগস্ট: একটা বড় বিরতির পর ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তি। কলকাতায় ফিরে তিনি দাবি করেছিলেন, রাজ্যের শাসক দল তৃণমূল থেকে ৩৮ জন বিধায়ক বিজেপির দরজায় কড়া নাড়ছে। এবার মিঠুনের মতো একই সুরে মন্তব্য করেছেন, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তৃণমূলের অবস্থা ভালো নয়। তৃণমূল থেকে আমাদের দলে যারা আসবেন আমরা বেছে বেছে আলু নেব। পচা আলু নেব না।

বলা যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে মিঠুন চক্রবর্তির বক্তব্যে একরকম সীলমোহর দিয়েছেন সুকান্ত মজুমদার। কয়েক দিন আগেই মিঠুন চক্রবর্তি দাবি করেছিলেন তৃণমূলের বেশ কয়েকজন তার সঙ্গে যোগাযোগ করেছেন। এবার সুকান্ত মজুমদারের কথায় ঠিক সেই একই ইঙ্গিত মিলল। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে শোরগোল পড়েছে বাংলার রাজনীতিতে। প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যিই তৃণমূল কংগ্রেস ভাঙছে? কারণ তিনি বলেছেন তৃণমূল থেকে বেছে বেছে আলু নেবেন। অর্থাৎ প্রকারান্তরে তিনি তৃণমূল বিধায়ক নেতা বা সাংসদদের বিজেপিতে আসার কথাই বলেছেন।

বিধানসভা ভোটের পর ফের একবার চাঙ্গা হয়ে উঠেছে বঙ্গ বিজেপি। এসএসসি দুর্নীতি কাণ্ডকে হাতিয়ার করে চলছে লাগাতার প্রচার, মিছিল, প্রতিবাদ আন্দোলন। এদিকে বুধবার হেস্টিংসের বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠকের পর মিঠুন চক্রবর্তি দাবি করেন। ৩৮ জন তৃণমূল বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগে আছেন। ২১ জন সরাসরি তার সঙ্গে কথা বলেছেন। এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তারপরই কি ফের পদ্মফুলে যাওয়ার হিরিক পড়ল? বিধানসভা ভোটের আগে দলে দলে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ভোটের ফল প্রকাশ হতেই আবার ফিরে যায় তৃণমূলে। কিন্তু ইডির তরফে দুর্নীতির ট্রাঙ্ক খুলতেই আবারও কি পদ্মমুখী অনেকে? বঙ্গ বিজেপি সভাপতি ও মহাগুরুর দাবিতে তৈরি হয়েছে নানা জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *