আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ এপ্রিল: “কর্মীদের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবো না,” আক্রান্ত বিজেপি
কর্মীকে দেখতে গিয়ে হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং।
ব্যারাকপুর পুররসভার ৬ নম্বর ওয়ার্ডের ধনিয়াপাড়ায় বিজেপি কর্মী ৭৬ বছরের কিরণ শঙ্কর দে-কে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, শনিবার রাতে রাস্তায় দাঁড় করিয়ে তাঁকে মারধর করেছে স্থানীয় কাউন্সিলর কেকা মুখার্জির স্বামী সুব্রত মুখার্জি। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী কিরণ শঙ্কর দে।
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেন,কাউন্সিলরের স্বামী সুব্রত মুখার্জি। তাঁর দাবি, উভয়ের মধ্যে বচসা হয়েছে। কিন্তু মারধরের ঘটনা ঘটেনি। রবিবার বেলায় আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্মীদের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবো না। তাঁর দাবি, মারধর করে ভয় দেখানোর খেলা ওরা বন্ধ করুক। নইলে সমস্ত দায় পড়বে তৃণমূল প্রার্থীর ঘাড়ে।
Bharat Mata ki Jay