সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি: অন্যান্য জায়গায় ভোট লুট করে তৃণমূল জয়ী হয়েছে। বনগাঁ পৌরসভার ভোট লুট করে জয়ী হতে দেব না। আজ উত্তর ২৪ পরগনায় একটি পথ সভায় এসে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন প্রার্থীদের নিয়ে র্যালি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সকালে তিনি বারসত, তারপর অশোকনগর, পরে গোবরডাঙায় র্যালিতে যোগ দেন। সব শেষে বনগাঁ পৌরসভা এলাকায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে পরিদর্শন করে রেলবাজার চত্বরে সভা করেন। বনগাঁর র্যালিতে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ জেলা নেতৃত্বরা।
এই অনুষ্ঠানে এসে সুকান্তবাবু বলেন, রাজ্য সরকারের বাধার কারণে এখনও সিএএ লাগু করা যাচ্ছে না। রাজ্য সরকারকে বাদ রেখে অন্যভাবে সিএএ লাগু করার ব্যবস্থা করছে স্বরাষ্ট্র দফতর। তিনি বলেন, অন্যান্য জায়গায় ভোট লুট করে তৃণমূল জয়ী হয়েছে। বনগাঁ পৌরসভার ভোট লুট করতে দেব না। বুথ দখল করে জয়ী হতে দেব না। বনগাঁর মাটি অনেক শক্ত তা গত বিধানসভা ও লোকসভা ভোট তা দেখিয়ে দিয়েছে।