দল ছাড়ার জল্পনা ওড়ালেন সত্যেন রায়, “তৃণমূল নয় বিজেপির হয়েই লড়বেন”, বললেন গঙ্গারামপুরের বিধায়ক

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩১ আগস্ট: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা ওড়ালেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়। বিষ্ণুপুর এবং মালদার বিধায়কের তৃণমূলে যোগদানের পরেই জোর জল্পনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরে। বিজেপি ছেড়ে ফের তৃণমূলের পতাকা তুলে নিতে পারেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এমন খবরে জোর শোরগোল পড়ে গোটা জেলাজুড়ে। মঙ্গলবার যে জল্পনার অবসান ঘটান খোদ বিধায়ক স্বয়ং। এদিন বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে তপনের বিধায়ক বুধরাই টুডুকে নিয়ে বিধায়ক তহবিলের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন সত্যেনবাবু। যেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপিতে আছেন বিজেপিতেই থাকবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্যেন রায় ২০১১ সালে গঙ্গারামপুর থেকে তৃণমূলের হয়েই ভোটে জেতেন। এরপর ২০১৬ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে হেরে যান তিনি। এরপরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন দলের ভেতরে। বাড়তে থাকে চাপ। পরিস্থিতি কিছুটা বেগতিক বুঝে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। গঙ্গারামপুর আসন থেকে বিজেপির টিকিট পেয়ে জয়ীও হন তিনি। কিন্তু বিধায়ক হবার পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন সময় সামনে আসে নানা জল্পনা। মঙ্গলবার সকাল থেকে ফের তৃণমূলে ফিরছেন সত্যেন রায় এমন জল্পনায় সরগরম হয়ে ওঠে গোটা দক্ষিণ দিনাজপুর। 

যদিও সত্যেন রায় বলেন, তার বিরুদ্ধে কিছু সংবাদমাধ্যম মিথ্যা প্রচার করছেন। তৃণমূলের ভয়ে বেশ কয়েকজন বিধায়ক দল ছেড়েছেন। তিনি তাদের মধ্যে পড়েন না। তার কাছে এধরণের কোনও খবরও নেই। বিজেপিতে ছিলেন আর বিজেপিতেই থাকছেন। তৃণমূলে যাবার কোনও সম্ভবনাই নেই তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *