“জিজ্ঞাসাবাদের সম্মুখীন হব, ফাঁসির মঞ্চে চড়বো, আবার অব্যাহতি চাইতে কোর্টেও যাব” অভিষেককে দ্বিচারি বলে তোপ সুকান্তর

আমাদের ভারত, ১৯ মে: কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে ইডি সিবিআই’য়ের জিজ্ঞাসাবাদে অভিষেকের করা পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে আদালত। পাশাপাশি অভিষেক কুন্তলকে ২৫ লাখ টাকা করে জরিমানার নির্দেশও দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলে সংবাদ সংস্থা এনআইএ সূত্রে খবর। আর এই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিচারিতা করার অভিযোগে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তাঁর কথায় অভিষেক একদিকে বলছেন, অভিযোগ প্রমাণিত হলে ফাঁসির মঞ্চে চড়ব অন্যদিকে তদন্তের জন্য ইডি সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদ এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এটা দ্বিচারিতা। সুকান্তর দাবি, অভিষেকের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝতে পারছেন।

আজ গোসাবা যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন তার বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে তদন্ত চালাচ্ছে তাকে ব্যাহত করতে।” সুকান্তর দাবি, “অভিষেকের টাকার অভাব নেই, সেইজন্য কখনো তিনি ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, কখনো তিনি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাচ্ছেন। এরপর তিনি সুপ্রিম কোর্টেও যাবেন, সেটাও আমরা জানি। সেখানে গিয়ে কপিল সিব্বলের মত বড় বড় উকিল যাদের এক একটা হেয়ারিংয়ে লক্ষ লক্ষ টাকা ফিস দিতে হয়, তাদেরকে হায়ারও করবেন। আর মুখে বলছেন আমি যদি অপরাধী হই তাহলে ফাঁসির মঞ্চে আমি ফাঁসি নেব অর্থাৎ দ্বিচারিতা করছেন। বাংলার মানুষ বুঝে ফেলেছেন আজ না হোক কাল বাংলার মানুষ উচিত শিক্ষা দেবেন।”

অভিষেকের পুনর্বিবেচেনার আর্জি খারিজ করে আদালত জানিয়েছে, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেককে জেরা করতে পারবে ইডি ও সিবিআই’য়ের মত কেন্দ্রীয় সংস্থা। একই সঙ্গে যত দ্রুত সম্ভব জরিমানার টাকাও রেজিস্টার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর প্রেক্ষিতে সাংবাদিকদের অভিষেক বলেছেন, “তদন্তের স্বার্থে আমি যাত্রা থামিয়ে যেতেও প্রস্তুত, কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে যাওয়াও আমার অধিকারের মধ্যে পড়ে।”

আদালতের নির্দেশের পর কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে তলব করেছে সিবিআই। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার সকাল এগারোটায় তাকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেতা অভিষেক। জনসংযোগ যাত্রা বন্ধ করে রাতেই তিনি কলকাতায় ফিরছেন।

আর তাতেই প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার টুইটারে লিখেছেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হব, ফাঁসির মঞ্চে চড়বো। আবার অব্যাহতি চাইতে কোর্টেও যাব। এক মুখে এত রকম কথা। নির্দোষ হলে জিজ্ঞাসাবাদে সহযোগিতায় এত ভয় কেন? আগেই সহযোগিতা করলে ২৫ লাখের থাপ্পড় হজম করে সিবিআইয়ের কাছে যেতে হতো না। ‘বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *