Modi, BJP, ভারতের পক্ষে বলার জন্য সংসদে দাঁড়িয়েছি, যারা দেশের পক্ষ দেখতে পায় না তাদের সামনে আয়না ধরছি: মোদী

আমাদের ভারত, ২৮ জুলাই: আজ সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা‌ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেলে লোকসভায় দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ শানিয়ে তিনি বলেন, সংসদে ভারতের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি। যারা ভারতের পক্ষ দেখতে পায় না তাদের সামনে আয়না ধরতে এসেছি। একই সঙ্গে তাঁর দাবি, পেহেলগাঁও হামলার পরেই তিনি সেনাকে জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তানকে কিভাবে জবাব দিতে হবে সে ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিক। কখন, কোথায়, কিভাবে জবাব দেওয়া হবে তা সেনাই ঠিক করুক। তাঁর দাবি, পাকিস্তান কিছুই করতে পারেনি।

প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, পেহেলগাঁও কাণ্ডে ধর্ম জেনে জঙ্গিরা হত্যা চালিয়েছে। ভারতে দাঙ্গা বাধানোর চেষ্টা ছিল সেটা। কিন্তু ভারত ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের জবাব দিয়েছে। আমরা জঙ্গিদের ধুলোয় মিশিয়ে দিয়েছি।

অভিশপ্ত ২২ এপ্রিল বিদেশে ছিলেন তিনি বলে জানান মোদী। প্রধানমন্ত্রী বলেন, খবর পেয়ে ফিরে এসে আমি একটি সভা ডেকেছিলাম। সেই সভায় আমরা স্পষ্ট নির্দেশ দিয়েছিলাম। জানিয়ে দিয়েছিলাম, সন্ত্রাসবাদের কঠোর জবাব প্রাপ্য এবং এটি আমাদের জাতীয় সংকল্প। বদলা নিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। জানিয়ে দিয়েছিলাম, কখন, কোথায়, কিভাবে জবাব দিতে হবে তা ঠিক করতে।

অপারেশন সিঁদুরে তিনি আত্মনির্ভর ভারতের জয় দেখেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, জঙ্গি হামলার পরে জঙ্গিদের প্রভুরা রাতে ঘুমাতে পারেনি। ওরা জানত ভারত আসবে এবং মেরে চলে যাবে। এটাই ভারতের নিউ নর্মাল। মেড ইন ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাকিস্তানকে চূর্ণ করে দিয়েছে। পাক বায়ুসেনা ঘাঁটি আইসিইউ’তে সিঁদুর থেকে সিন্ধু অব্দি জবাব দিয়েছি।

পাকিস্তান ও জঙ্গিদের আক্রমণ করার পাশাপাশি মোদী এদিন বিরোধীদেরও কাঠগড়ায় দাঁড় করান। তাঁর অভিযোগ, আমরা যখন বিশ্বের সমর্থন পেয়েছি তখন দুঃখজনকভাবে কংগ্রেসের থেকে সমর্থন পাইনি। ভারতের সামর্থ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এছাড়াও তিনি বলেন, নিরীহদের রক্তে রাজনীতি করেছে বিরোধীরা। সেনার তথ্যের বদলে ওরা পাকিস্তানের কথা প্রচার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *