আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ এপ্রিল: প্রার্থী তালিকা নাম ঘোষণার পর থেকেই পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল ঘোষ নিবিড় জনসংযোগ করতে ঘুরে বেড়াচ্ছেন পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলে। প্রখর দাবদাহেকে উপেক্ষা করেই আজ নির্মল ঘোষ নির্বাচনী প্রচার করলেন পানিহাটি পৌরসভার ২২ ও ৩৩ঃনম্বর ওয়ার্ডে। দলীয় কর্মীদের সাথে নিয়ে কখনো হেঁটে কখনো বা টোটোতে চেপে প্রচারে ঝড় তুললেন নির্মলবাবু।

তৃণমূল সরকারের বিগত ১০ বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন নির্মল ঘোষ। তিনি বলেন যত দিন যাচ্ছে মানুষের উৎসাহ উদ্দিপনা বাড়ছে, মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সর্থকরা আমার পাশে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই মানুষের আমি সেবা করেছি, তাই তারা আজ বেরিয়ে এসেছে। এবার মানুষের সাড়া যে ভাবে বেড়েছে তাতে গতবারের তুলনায় আমার ১০ গুন মার্জিন বাড়বে।

