Sukanta, BJP, Nadia, “আমি চাই না আমার মেয়ে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ঘুরুক,” দাবি সুকান্ত মজুমদারের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ জানুয়ারি: আমি চাই না যে আমার মেয়ে মুখে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ঘুরুক। নদীয়ার ভীমপুর আসাননগরে এসে এক জনসভায় এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

তিনি বলেন যে, কোনো মানুষ তার নিজের নিরাপত্তা নিয়ে ভাববে। আমি শঙ্কিত যে আমার মেয়েটা আগামী দিনে মুখ খুলে ঘুরতে পারবে না তাকে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ঘুরতে হবে। আমি চাই না আমার মেয়ে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ঘুরুক। পাশাপাশি উত্তরপ্রদেশের এক যুবককে বাংলা ভাষা বলার অভিযোগে খুন করার প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, সিঙ্গুরের টাটা’কে যদি ফিরে যেতে না হত ছেলেটি টাটার ফ্যাক্টরিতে কাজ করতো। আজ তাদের কাজের জন্য বাইরে যেতে হয়। সিঙ্গুরে টাটার ফ্যাক্টরি থাকলে এটা হতো না।

সুকান্তবাবু অভিযোগ করেন যে, এবার পশ্চিমবাংলায় আলুও চাষ হবে না। যে আলু সিঙ্গুর থেকে ওড়িশা যেত সেই আলুর উপর রাজ্য সরকার কয়েক বছর ধরে নিষেধাজ্ঞা জারি করেছে। তার ফলে ওড়িশার আলুর বাজার এখন সম্পূর্ণ উত্তরপ্রদেশের হাতে চলে গেছে। এই মুহূর্তে উত্তরপ্রদেশের কৃষকদের চাষ করা আলু এখন ওড়িশায় যাচ্ছে। এতদিন বাংলার চাষিদের চাষ করা আলু ওড়িশায় যেত। সিঙ্গুরে প্রচুর আলুর চাষ হয় এবং বছরে একবার আলু চাষ করে একজন কৃষক ভালোভাবে দিন কাটাতেন। এখন সেটাও চাষিদের কাছ থেকে রাজ্য সরকার কেড়ে নিয়েছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *