Devanshu, TMC, “কোনো তফাৎ দেখি না,” মাওবাদীদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের তুলনা দেবাংশুর

আমাদের ভারত, ২০ অক্টোবর: এর আগে মুখ্যমন্ত্রীর সভায় সারের দাম নিয়ে প্রশ্ন করায় ঝাড়্গ্রামে শিলাদিত্য চৌধুরীর মাথায় মাওবাদী তকমা জুড়ে দেওয়া হয়েছিল। একই রকম ভাবে কামদুনির নির্যাতিতার বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে যারা ঘেরাও করেছিলেন তারাও পেয়েছিলেন মাওবাদী তকমা। এবার তিলোত্তমার বিচার তথা স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে হাসপাতালে নিরাপত্তার জন্য লড়াই করা জুনিয়র ডাক্তারদেরও মাওবাদী বলে দেগে দিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

রবিবার ধর্মতলায় অনশনের ১৬ তম দিনে দাবি না মিটলে মঙ্গলবার থেকে সরকারি বেসরকারি ক্ষেত্রে একযোগে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। ধর্মঘটের এই হুঁশিয়ারি নিয়ে দেবাংশু বলেন, এই হুমকির মানে কী? হুমকির মানে হচ্ছে আমাদের আবদার মানা না হলে আমরা মানুষ মারা শুরু করবো। চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদীদের কোনো তফাৎ দেখি না। মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য। এরাও তাই বলছে। মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করবো। দেবাংশুর কথায়, শুভ বুদ্ধির উদয় হোক জুনিয়র ডাক্তার বাবুদের। অনশন ত্যাগ করে পুরোদমে কাজে ফিরে আসুক। তাদের মাথার পেছন থেকে যারা কলকাঠি নাড়ছে তাদের তারা চিনতে শিখুক।

এর আগে শনিবার দুপুরে ধর্মতলার অনশন মঞ্চে গিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। তাদের মাধ্যমে ফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আন্দোলন প্রত্যাহারের অনুরোধও করেছেন এবং সোমবার পাঁচটায় জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকেছেন মুখ্যমন্ত্রী। তবে পরে এই বৈঠকে যোগ দেওয়ার শর্ত হিসেবে অনশন তুলে আলোচনায় যোগ দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্য সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *