“যা বলেছিলাম তাই করেছি,” বাজে কদমতলার বদলে বাবুঘাটে গিয়ে গঙ্গা আরতি, পুলিশকে ঘোল খাওয়ালেন সুকান্ত

আমাদের ভারত, ১০ জানুয়ারি: ঠিক ছিল বাজে কদমতলায় গিয়ে গঙ্গা আরতি করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই মতো গঙ্গা আরতির কর্মসূচি আটকাতে ব্যারিকেড বানিয়ে পুলিশ সেখানে অপেক্ষা করছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশকে ঘোল খাইয়ে মঙ্গলবার বিকেলে আচমকা স্থান পাল্টে ফেলে বাবুঘাটে হাজির হন সুকান্ত মজুমদার। বাজে কদমতলার পরিবর্তে বাবুঘাটে গিয়েই গঙ্গা আরতি করেন বিজেপির রাজ্য সভাপতি। আর পুলিশের কাছে এই স্থান বদলের খবর না থাকায় বোকা বনে বাজে কদমতলাতেই দাঁড়িয়ে থাকে বাহিনী। এদিকে পুলিশকে ঘোল খাইয়ে গঙ্গা আরতির শেষে সুকান্তের হুংকার “যা বলেছিলাম তাই করেছি।”

মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোরের সামনে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। এদিকে বিরাট প্রস্তুতি নিয়ে বাজে কদমতলায় দাঁড়িয়েছিল পুলিশ বাহিনী। কিন্তু সে দিকে না গিয়ে সুকান্ত পায়ে হেঁটে চলে যান বাবুঘাটে। সেখানেই সারেন গঙ্গা আরতি।

আরতি করার পর বলেন, “আমি বলেছিলাম পুজো করবো পুজো করেছি। পুলিশ আটকাতে পারেনি। আমার ধর্মীয় অধিকার ছিনিয়ে নিয়েছি। সর্বত্র গঙ্গা এক। এখন পুলিশ চাইলেই আমায় গ্রেফতার করুক।”

এরপর বাবুঘাট থেকে পায়ে হেঁটে বাজে কদমতলার দিকে এগোতে থাকেন সুকান্ত। ততক্ষণে দলের কর্মী সমর্থকদের একটা অংশকে আটক করে পুলিশ। সুকান্ত তখন সেই প্রিজন ভ্যানের সামনে বসে পড়েন। সেখানে পুলিশের সাথে তর্ক বিতর্ক ধ্বস্তাধ্বস্তির পর সুকান্তকেও আটক করে পুলিশ। তখন বাধা দিতে রাস্তায় শুয়ে পড়ে বিজেপি কর্মীরা। তাদের সরিয়ে দেয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *