আমাদের ভারত, ৩১ জানুয়ারি:
অযোধ্যার রাম মন্দির মামলায় বাবরি মসজিদ নির্মাণ কমিটির পক্ষের মামলাকারী ইকবাল আনসারী শনিবার দেবনগরী অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুষ্পবৃষ্টি করে স্বাগত জানান। কারণ হিসাবে তিনি বলেন, অযোধ্যার উন্নতি দেখে আনন্দে আত্মহারা এবং কোনওদিন ভাবেননি যে অযোধ্যার এমন উন্নতি হতে পারে।
শনিবার অযোধ্যায় রেলস্টেশন ও বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তাঁর উপর পুষ্প বৃষ্টি করতে দেখা যায় অযোধ্যা জমি বিতর্কের অন্যতম মামলাকারী ইকবাল আনসারিকে। অন্যান্য অযোধ্যাবাসীদের মতই তিনিও রাস্তার পাশে দাঁডিয়ে মোদীকে স্বাগত জানিয়েছেন, পুষ্পবৃষ্টি করেছেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রধানমন্ত্রী অযোধ্যার অতিথি, তাই স্বাগত জানাতে এসেছি। রামজন্মভূমি–বাবরি মসজিদ মামলায় অন্যতম মামলাকারী ছিলেন ইকবালের বাবা হাসিম আনসারী। ২০১৬ সালে ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। এরপর ইকবাল মামলাটি লড়েন। ২০১৯ সালে রাম মন্দির নির্মাণের ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। অন্যদিকে, মসজিদ নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় ৫ একর জমি দেওয়া হয় মামলাকারি মুসলিম পক্ষকে। আগামী ২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত সেই মন্দিরের উদ্বোধন।
তার আগে শনিবার অযোধ্যা রেলস্টেশন বিমানবন্দর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পরে রোড শো করেন তিনি। সেখানে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে মোদীর উপর পুষ্প বৃষ্টি করছেন ইকবাল আনসারি। সেখানে দাঁড়িয়ে তাঁর বক্তব্য ছিল, মোদী আমাদের এলাকায় এসেছেন, উনি আমাদের অতিথি এবং আমাদের প্রধানমন্ত্রী। তিনিন, মোদীর কনভয় যখন তাঁর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন তিনি ফুল ছুড়েছেন সঙ্গে তার পরিবারও ছিল। তিনি আরও জানান, অযোধ্যার এই উন্নতি দেখে তিনি যথেষ্ট আনন্দিত। তাঁর কথায় অযোধ্যার যে এমন উন্নতি হতে পারে তা তিনি ভাবতে পারেনি।

