আমাদের ভারত, ৩ এপ্রিল: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর। শীর্ষ আদালতের এই রায় মানতে পারছেন না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মানবিকতার স্বার্থে এই রায় মানতে পারছেন না। এ কথা জানিয়ে তিনি নবান্নে সাংবাদিকদের কাছে প্রশ্ন তুলেছেন, স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে। দু-চারজনের ভুলে কেন সকলে শাস্তি পাবেন, এই প্রশ্নও তুললেন তিনি। পাশাপাশি আশ্বাস দিয়ে জানালেন, তিনমাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।
নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্টে মামলা চলছিল। গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেন বিচারপতি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্টেও বাতিল হল এসএসসি-র ২০১৬ সালের ২৬ হাজারের প্যানেল। ‘অযোগ্য’দের ফেরত দিতে হবে বেতনও।
যদিও মুখ্যমন্ত্রী জানান, যাঁরা ইতিমধ্যে চাকরি পেয়েছেন, তাঁদের টাকা দিতে হবে না। তিনি বলেন, “আজ সুপ্রিম কোর্টের রায় আমরা বিস্তারিত পড়েছি। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। কোনও বিচারপতির বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই।”
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে চাকরি বাতিল হচ্ছে রাজ্যের প্রায় ২৬ হাজার (২৫,৭৫২) শিক্ষক এবং শিক্ষা কর্মীর। তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।