আমাদের ভারত, ২৬ সেপ্টেম্বর: আমি হৃদয় দিয়ে নিজের তরফ তথা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণে প্রণাম জানাই। শুক্রবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু লিখেছেন, “আজ মহান শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম জয়ন্তী। তিনি কেবলমাত্র বাংলা নয়, বরং সারা দেশ যখন পরাধীন ছিল তখন শিক্ষার জন্য যা করেছিলেন তা কেউ ভুলতে পারবেন না। বাংলা ভাষা, সংস্কৃতি, ব্যাকরণ তথা মহিলাদের শিক্ষার জন্য তিনি নিজের সমগ্র জীবন সমর্পিত করেছেন।”

