Train accident শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আছি, ট্রেন দুর্ঘটনা নিয়ে বার্তা রাষ্ট্রপতি মুর্মুর

আমাদের ভারত, ১৭ জুন: দার্জিলিং-এ ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স বার্তায় সহমর্মিতার কথা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যে এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির খবর গভীরভাবে বেদনাদায়ক। আমার চিন্তা ও প্রার্থনা শোকসন্তপ্ত পরিবারের সাথে রয়েছে। আমি আহতদের দ্রুত আরোগ্য এবং ত্রাণ ও উদ্ধার অভিযানের সাফল্য কামনা করছি।”

প্রসঙ্গত, এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে আচমকা ওই ট্রেনে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে অন্তত দু’টি কামরা মালবাহী। অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সঙ্গে ৬০-এর বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *