Mamata, Razzaq Mollah, “রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত”, বার্তা মমতার

আমাদের ভারত, ১১ এপ্রিল: রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দীর্ঘকালের বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে শোকবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এক্সবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম।

বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।

আমি তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”

প্রসঙ্গত, ভাঙড়ের বাকড়ি গ্রামে নিজের বাড়িতেই শুক্রবার সকালে জীবনাবসান হয় রেজ্জাক মোল্লার। বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। সক্রিয় রাজনীতি থেকেও দূরেই ছিলেন। অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। ‘চাষার ব্যাটা’র মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *