আমাদের ভারত, মালদা, ৫ ডিসেম্বর: তিনি দলেই রয়েছেন এবং জেলার সভানেত্রী হিসাবেই কাজ করবেন। সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন মৌসম বেনজির নুর। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন মৌসম। দলের অভ্যন্তরে এমন তথ্য চাউর হতেই বেশ অস্বস্তিতে পড়েন মৌসম বেনজির নুর।
আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে, তৃণমূলেই রয়েছি এবং জেলার সভানেত্রী হিসাবেই কাজ করব।
তিনি দাবি করেন, তাঁকে লক্ষ্যভ্রষ্ট করা হচ্ছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এর পিছনে দলের কোনও সদস্যরা রয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে মৌসম জানান হতে পারে। তদন্ত করা হচ্ছে।বিজেপি বা বিরোধীরা রয়েছেন কিনা সেই বিষয় সম্পর্কে তিনি বলেন, বিজেপি বা বিরোধীরা ষড়যন্ত্র করতে পারে। দল সমস্তটা তদন্ত করছে। তবে এমন খবরের কারণে মালদা জেলা তৃণমূল কংগ্রেস যে সঙ্কটে পড়েছে, তা স্বীকার করে নেন তিনি।
পাল্টা জেলার বিজেপি সহ সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বা দলের বিষয়।
দল থেকে বাঁচতে তিনি বিজেপির ওপর দোষ চাপাচ্ছেন।