Rajnath, Trump, “আমি তো সকলের বস, তাহলে‌ কিভাবে ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে?” নাম না করে ট্রাম্পকে খোঁচা রাজনাথের

আমাদের ভারত, ১০ আগস্ট: ভারতের অর্থনীতিকে মৃত বলে খোঁচা দিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার সেই মন্তব্যের পাল্টা দিয়ে ভারতের অর্থনীতির দ্রুত উত্থানের কথাই তুলে ধরলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নাম না করেই বড়সড় খোঁচা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, কেউ কেউ নিজেকে সকলের বস ভাবছেন। তারা ভারতের দ্রুত উত্থান মেনে নিতে পারছেন না।

ভারতীয় পণ্য যাতে বিদেশে বিক্রি না হয় একাংশ তেমন চেষ্টাই করে যাচ্ছেন বলে অভিযোগ করেন ররাজনাথ সিং। সরাসরি নাম না উল্লেখ করলেও অনেকেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই নিশানা দেগেছেন তিনি।

আমেরিকার বাজারে ভারতীয় পন্যের উপর শুল্ক চাপানো ঘিরে দু’ দেশের মধ্যে চূড়ান্ত কূটনৈতিক টানাপড়েন চলছে। ভারতীয় পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। প্রথমে ২৫ শতাংশ, তারপর সেটি ৫০ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণেই আমেরিকার সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক আলোচনা আপাতত বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কূটনৈতিক একটা টানাপোড়েনের আবহে রাজনাথ সিং- এর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

রবিবার মধ্যপ্রদেশের এক কর্মসূচিতে রাজনাথ বলেন, কেউ কেউ আছেন, যারা ভারতের উন্নতি দেখে খুশি হতে পারছেন না। তারা এটা পছন্দ করছেন না। তারা ভাবেন, “আমি তো সকলের বস, তাহলে ভারত কিভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে?” অনেকেই চেষ্টা করেছেন, যাতে ভারতীয়দের হাতে তৈরি জিনিস এই সব দেশের তৈরি জিনিসপত্রের চেয়ে বেশি দামি হয়ে যায়। ওই জিনিস গুলির দাম বেড়ে গেলে সেগুলি আর বিশ্ববাসী কিনতে চাইবেন না। আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, কেউই ভারতকে বিশ্বের একটি বড় শক্তি হয়ে ওঠা থেকে আটকাতে পারবে না।”

অন্যদিকে ব্যাঙ্গালুরুর এক অনুষ্ঠানে ভারতের অর্থনীতির দ্রুত উন্নতি নিয়ে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমরা খুব দ্রুত তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পাওয়ার দিকে এগোচ্ছি। এই গতি এসেছে আমাদের সংস্কার, কর্মক্ষমতা ও পরিবর্তনের ভাবনা থেকে। আমাদের সুস্পষ্ট লক্ষ্য ও সৎ প্রচেষ্টা থেকেই গতি এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *