অমিত শাহকে গান শুনিয়ে আমি ধন্য, বললেন পণ্ডিত অজয় চক্রবর্তী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৬ নভেম্বর: বিশিষ্ট সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগের থেকেই ঘোষণা করা হয়েছিল তিনি অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন। আজ সকালে তিনি দক্ষিণ কলকাতায় অজয় চক্রবর্তীর বাড়িতে যান। সেখানে গিয়ে অজয় চক্রবর্তীর ছাত্র-ছাত্রীদের পরিবেশিত শাস্ত্রীয় সংগীত শোনেন। পরে পণ্ডিত অজয় চক্রবর্তী জানান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গান শুনিয়ে তিনি ধন্য। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে দিল্লি যাওয়ার অনুরোধ করেছেন।

অমিত সাহা আসার আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পণ্ডিত অজয় চক্রবর্তী জানিয়েছিলেন, অমিত শাহ আমার বাড়িতে আসাতে আমি ধন্য। তিনি বলেন, আমি রাজনীতির মানুষ নই। আমি একজন মিউজিসিয়ান। অমিত শাহ আমার বাড়িতে এসে গান শুনবেন। আমি গান শোনার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছি।

প্রসঙ্গত, অমিত শাহর সঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তীর সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা। সেই জল্পনা অবশ্য নিজেই ওড়ালেন বিশিষ্ট এই সংগীতশিল্পী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাকে রাজ্যের মানুষ চেনেন। সাংবাদিকরাও আমাকে ভালো করে জানেন। তাই আমার আর বলার কিছু থাকতে পারে না। উনি আমার বাড়িতে আসছেন আমি খুশি। স্বরাষ্ট্রমন্ত্রীর যা বলবেন আমি তাই শুনবো। অমিত শাহকে আমার বিশেষ কিছু বলার নেই বলেও জানিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *