“আমি ধন্য” বললেন প্রধানমন্ত্রী, জানুয়ারিতে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন মোদী

আমাদের ভারত, ২৫ অক্টোবর: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর বাড়িতে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে গিয়ে তাঁকে মন্দির উদ্বোধনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। নিজেই এক্স হ্যান্ডেল সেই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মোদীর হাতেই প্রাণ প্রতিষ্ঠা করানো হবে রামলালার। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিকরা প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন আজ।

মোদী জানিয়েছেন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য তারা আমায় আমন্ত্রণ জানিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করছি। গোটা জীবনের মধ্যে এটা আমার সৌভাগ্য যে আমি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারব।” এএনআই সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের গর্ভগৃহে ভগবান রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা হবে।

সংবাদ সংস্থাকে শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের কর্তা জানিয়েছেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ২২ জানুয়ারি আমরা তাকে অযোধ্যায় আমন্ত্রণ জানিয়েছি। ঐদিন অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আনন্দের বিষয়, মোদী সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি ২০২৪ রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীরাম লালা বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন। এর আগে ২০২০ সালের ৫ আগস্ট মোদী অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ খতিয়ে দেখেছেন। সেখানে গিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। আগামী বছরই লোকসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই মন্দিরের দরজা খুলে যাবে। রাম মন্দির ঘিরে আবেগ গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়বে। বহু হিন্দুর প্রতিক্ষার শেষ হবে ২২ জানুয়ারি। ফলে তারা কাউন্ট ডাউন শুরু করে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *