আমাদের ভারত, নদিয়া, ২৩ এপ্রিল: মঙ্গলবার ভূ-স্বর্গ কাশ্মীরের পহেলগাঁও-তে একের পর এক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বহু বাঙালি পর্যটক। নৃশংসভাবে বেছে বেছে হিন্দুদের ওপর গুলি চালায় জঙ্গিরা। হামলার শিকার হন কলকাতার বেহালার বাসিন্দা বিতান অধিকারী, যিনি কর্মসূত্রে স্ত্রী ও পুত্রসহ ফ্লোরিডায় থাকতেন। স্ত্রীর সামনে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা। এই মর্মান্তিক ঘটনার মাঝে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফেরেন নদিয়ার কৃষ্ণনগরের বৌবাজারের নবদম্পতি ডা: দেবশ্রুতি দাস ও সুদীপ্ত দাস।
মধুচন্দ্রিমায় গিয়ে এক শিবমন্দির দর্শনকালে তারা খবর পান, পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা হয়েছে। আতঙ্কে তাঁরা শ্রীনগরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে সুদীপ্ত বলেন, “আমরা অল্পের জন্য বেঁচে ফিরেছি, আমাদের এক বন্ধু প্রাণ হারিয়েছে।” দেবশ্রুতি জানান, এখনও আতঙ্কে কাঁপছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও তাঁদের মানসিক অবস্থা আরও খারাপ করেছে।