আমাদের ভারত, শিলিগুড়ি, ৮ আগস্ট: সম্পত্তি খতিয়ে দেখার ১৯ জন নেতা মন্ত্রীর তালিকায় নাম রয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। তৃণমূলের প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম গৌতম দেব এক সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন। দায়িত্ব সামলেছে পর্যটনমন্ত্রী সহ বিধায়ক পদের। বর্তমানে শিলিগুড়ির মেয়র।
এই প্রসঙ্গে গৌতম দেব জানান, “২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত যারা মন্ত্রী ছিলেন তাদের নাম রয়েছে। তবে আর কার নাম রয়েছে তা নিয়ে আমি কিছু বলতে চাই না৷ ২০১৭ সালে মামলা হয়। আমি হলফনামা জমা দিই। ২০১৭ সাল থেকে সেই মামলার আর কোনো শুনানি হয়নি। হেয়ারিং হওয়ার পর মামলাটা সেই অবস্থাতেই ছিল। ২২ সালে আবার সেই মামলা নিয়ে বলা হচ্ছে হাজার গুণ সম্পত্তি বেড়েছে৷ এটাকে এভাবে বলা সম্ভব নয়, এটা বিচারাধীন একটি বিষয়। এ নিয়ে আমি সংবাদ মাধ্যমে কোনো উত্তর দিই না আগামীতেও দেব না। আমার দিক থেকে আমি বলতে পারি, আমি হলফনামা দিয়েছি, সেখানেই সবটা বলেছি এবং ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আমার সম্পত্তির পরিমাণ বাড়েনি, মন্ত্রী হিসেবে আমার মাইনে যোগ হয়েছে, সেটা ইনকাম ট্যাক্স রিটার্নেও আছে, এফিডেভিটেও বলেছি। ২০১৬ সালের নির্বাচনে যখন দাঁড়িয়েছিলান সেখানেও যে হলফনাম দিতে হয় সেখানেও বলা আছে। আবার মামলাটা উঠেছে ২০১৭ সালের পর। আমাদের ন্যায়ালয়ের প্রতি সম্পূর্ণ আস্থা আছে।
আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমি বিচার বিভাগীয় ব্যাবস্থা বা আইনজীবী মহল থেকে এসেছি, বাবা চিফ জাস্টিস ছিলেন হাইকোর্টের। ব্যাক্তিগতভাবে আমি আইনজীবী পেশায় যুক্ত। এই বিচার ব্যাবস্থার প্রতি আমাদের আস্থা আছে, সর্বপরি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী আছেন। চিফ জাস্টিস আজ কিছু অবজারভেশন দিয়েছেন, সেটা নিয়ে কিছু বলব না। কোর্টে এর উত্তর দেব এবং মামলা মামলার মত লড়ব।”

