আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: ডেবরা ব্লকে ৭ নং মলিঘাটি অঞ্চলের ত্রিলোচন পুরে সিজগেড়িয়া হাসপাতালের সামনের এলাকা এবার হাইমাস লাইটের আলোয় ভাসছে। গতকাল এর উদ্বোধন করেন জেলাপরিষদের খাদ্য খাদ্যকর্মাধ্যক্ষ কনিকা মাণ্ডি।

কর্মাধ্যক্ষ বলেন, গ্রামের মানুষের কথা ভেবে এই লাইট বসানো হয়েছে। এখানে একটি হাসপাতাল রয়েছে। অনেক অসুবিধা রয়েছে তার জন্য এই লাইট বসানোর জন্য গ্রাম বাসিরা অনুরোধ করেছিল। খাদ্য কর্মাধ্যক্ষ ডিএম এবং বিডিও কে বলেন। তারপর এই লাইটি বসানো হল।


