আমাদের ভারত, ৩১ অক্টোবর: শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল সানরাইজ হায়দ্রাবাদ। এদিন অবশ্য পিছে চরিত্র দেখে কুমার সাঙ্গাকারা ও সাইমন ডুল মন্তব্য করেছিলেন পিচের যা অবস্থা তাতে টসে জিতে ফিল্ডিং করাই ভালো। তবে যারা প্রথমে ব্যাটিং করবে তাদের বল দেখে খেলতে হবে। সেই মতো বলে আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। আসলে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে ব্যাটিং করতে হবে খারাপ বলগুলোকে সদ্ব্যবহার করতে হবে এবং স্কোরবোর্ডের দিকে খেয়াল রাখতে হবে।
এদিন টসে জিতে সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বিরাট কোহলিদের ব্যাটিং করতে পাঠায়। ওয়ার্নার বলেন আমরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। দলে একটা পরিবর্তন হয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিজয় শংকর বাদ পড়েছে। আমরা দুটো ম্যাচেই জিততে চাই, সেই মনোভাব নিয়ে আমরা মাঠে নামছি। আগের দিনের খেলার ফলাফল আমরা সম্পূর্ণ ভুলে যেতে চাই। যদিও দুবাই এবং শারজার উইকেটের চরিত্র ভিন্ন। তবে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। যদিও উইকেটে বল স্লো হয়ে আসবে ফলে দেখেশুনে খেলতে হবে।
অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি বলেন আমরা প্রথমে ব্যাট করছি। যদিও পিচ কিছুটা হলেও ছিল বল ধীরে আসবে। তবে আমরা প্রথমে ব্যাটিং পেয়ে খুশি। দলে পরিবর্তন হয়েছে। নবদ্বীপ সাইনি দলে ফিরে এসেছে।