জর্ডন ও আরশাদীপের বোলিংয়ে হেরে গেল হায়দরাবাদ

আমাদের ভারত, ২৫ অক্টোবর:
টার্গেট ছিল ১২৭।  সেই লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৫৬ রান তুলে ফেলে সানরাইজ হায়দরাবাদ।  বাকি ১৩ ওভার ৪ বলে তুলতে হবে ৭১ রান। হাতে আছে নয় উইকেট। সেখান থেকে ম্যাচে ফিরবে কিংস ইলেভেন পাঞ্জাব তা অতিবড় সমর্থকও ভাবেনি। কিন্তু ক্রিশ জর্দন আর আরশাদীপের বোলিং শেষ করে দেয় ওয়ার্নারদের জেতার আশা। রুদ্ধশ্বাস ম্যাচ ১২ রানে জিতে নেয় পাঞ্জাব।

এদিন টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ অধিয়ায়ক ডেভিড ওয়ার্নার। রাহুল (২৭), মনদীপ (১৭) রানে ফেরার চেষ্টা করেও ব্যর্থ। গেইলের উপর একটা ভরসা ছিল। একটা ছয় ও একটা চারের সাহায্যে ২০ রান করেই হোল্ডারের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। তবে একদিক ধরে রাখার চেষ্টা করে নিকোলাস  পুরন(৩২ অপরাজিত)। বাকিটা টেলিফোন নাম্বার। সাত উইকেট খুইয়ে ১২৬ রান তোলে লোকেশ রাহুলের দল।

১২৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভালোই শুরু করে ওয়ার্নাররা। ওপেনিং জুটিতে ওঠে ৫৬ রান। কিন্তু ওয়ার্নার ও বেয়ারস্ট আউট হতেই হাল ধরার চেষ্টা করেন মনীশ পান্ডে(১৫) ও বিজয় শংকর (২৬)।  ১০০ রানে চতুর্থ উইকেটে বিজয় শংকর ফিরে যেতেই খেলার রঙ বদলে যায়। একদিকে ক্রিশ জর্ডন অন্যদিকে আর্শদীপ সিংকে(২৩/৩) নাকানিচোবানি খায় হায়দরাবাদ। এর পর ১৪ রান তুলতেই তাদের বাকি ছটি উইকেট পড়ে যায়।এক বল বাকি থাকতেই শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। ম্যাচের সেরা হন ক্রিশ জর্ডন (১৭ রানে ৩ উইকেট )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *